"আসসালামু আলাইকুম!!! কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন সবাই। আজকে আপনাদের জন্য সুন্দর একটা পোষ্ট নিয়ে হাজির হোলাম
আশা করি এইটা দাড়া আপনারা অনেক উপক্রিত হবেন।বর্তমান সময়ের সাথে তালে তাল মিলিয়ে চলতে গেলে নিজের একটা স্মার্টফোন ও কম্পিউটার লাগে এটাই সাভাবিক।
তো আপনি একটা দোকানে গিয়ে বললেন আমাকে এই কনফিগারেশনের একটা ডেক্সটপ বা লেপটপ দেন। তো দোকানদার আপনার পিসি টাকে আপনার কাছে দিয়ে বলল টাকা টা দিতে। এখন আমার কথা হল আপনি কিভাবে নিশ্চিত হবেন যে ওখানে আপনি যেভাবে চেয়েছেন ওনি ঠিক সেভাবে আপনার পিসি বাধাই করে দিল কিনা।
বা কিনে এনেছেন মেইন বোর্ডের ডিস্ক হারিয়ে ফেলেছেন। এখন ওই মডেলের ডিস্কটা কিভাবে পাবেন?
আমি আজকে আপনাদের ৩টি ধাপে শিখাব কিভাবে কনফিগারেশ, Info জানতে হয়।
চিত্র :-১
শুরুতে চিত্র ১ এ দেখানো MY COMPUTER এর iCON এ মাওসের Right বাটনে কিক করে Properties এ জান।এবার দেখুন তো basic Info দেখাচ্ছে কিনা?
চিত্রঃ ২
২য় ধাপ
এই ধাপে আপনি পাবেন অনেক বিস্তারিত তাহলে শুরু করা যাক।
প্রথমে আপনার কিবোর্ডের Start + R চেপে Run কমান্ড বক্স আনুন। দেখুন নিচের চিত্রঃ ০৩ এর মত একটা ডায়লগ বক্স এসেছে।
চিত্রঃ৩
চিত্র ০৩ এর লাল দাগ দেয়া অংশে চিত্রঃ০৪ এর মত করে লিখুন dxdiag এরং ok করুন বা Enter চাপুন।
চিত্রঃ৪
চিত্রঃ০৫
৩য় / শেষ ধাপ
এই ধাপে আমরা বিপুল পরিমানে তথ্য বা Info পাব। এই ধাপের পাওয়া তথ্য দিয়েই আমরা হারিয়ে যাওয়া Driver Softwareডাউনলোড করে নিতে পারি।
চিত্রঃ ০৬
চিত্রঃ০৭
চিত্রঃ০৮
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন