কম্পিউটার,লেপটপ….. কিনবেন ভাবছেন?তাহলে দেখুন কোন কনফিগারেশন ভালো... ~ Technobd CsE This is all about technology,Letest techology update are publish here.new and fresh update news are publish here,free internet for android,pc problem,it,ict,fb hack,how to hack, haking tips,learning progamming,games,windows,spesial download file!

banarad

সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫

কম্পিউটার,লেপটপ….. কিনবেন ভাবছেন?তাহলে দেখুন কোন কনফিগারেশন ভালো...

By on অক্টোবর ১৯, ২০১৫
"আসসালামু আলাইকুম!!! কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন সবাই।   আজকে আপনাদের জন্য সুন্দর একটা পোষ্ট নিয়ে হাজির হোলাম 
আশা করি এইটা দাড়া আপনারা অনেক উপক্রিত হবেন।

বর্তমান সময়ের সাথে তালে তাল মিলিয়ে চলতে গেলে নিজের একটা স্মার্টফোন ও কম্পিউটার লাগে এটাই সাভাবিক।


তো আপনি একটা দোকানে গিয়ে বললেন আমাকে এই কনফিগারেশনের একটা ডেক্সটপ বা লেপটপ দেন। তো দোকানদার আপনার পিসি টাকে আপনার কাছে দিয়ে বলল টাকা টা দিতে। এখন আমার কথা হল আপনি কিভাবে নিশ্চিত হবেন যে ওখানে আপনি যেভাবে চেয়েছেন ওনি ঠিক সেভাবে আপনার পিসি বাধাই করে দিল কিনা।


বা কিনে এনেছেন মেইন বোর্ডের ডিস্ক হারিয়ে ফেলেছেন। এখন ওই মডেলের ডিস্কটা কিভাবে পাবেন?


আমি আজকে আপনাদের ৩টি ধাপে শিখাব কিভাবে কনফিগারেশ, Info জানতে হয়।

চিত্র :-১
শুরুতে চিত্র ১ এ দেখানো MY COMPUTER এর iCON এ মাওসের Right বাটনে কিক করে Properties এ জান।

                                       এবার দেখুন তো basic Info দেখাচ্ছে কিনা?



চিত্রঃ ২

২য় ধাপ
এই ধাপে আপনি পাবেন অনেক বিস্তারিত তাহলে শুরু করা যাক।

প্রথমে আপনার কিবোর্ডের Start + R চেপে Run কমান্ড বক্স আনুন। দেখুন নিচের চিত্রঃ ০৩ এর মত একটা ডায়লগ বক্স এসেছে।
চিত্রঃ৩

চিত্র ০৩ এর লাল দাগ দেয়া অংশে চিত্রঃ০৪ এর মত করে লিখুন dxdiag এরং ok করুন বা Enter চাপুন।
                                        
চিত্রঃ৪

একটু সময় নিবে এবার প্রয় ৩০ সেকেন্ডের মতন। কারন আপনার পিসিটাকে সে স্কেন করতেছে। যাক এখন আপনার কাছে একটা ডায়লগ বক্স আসবে। ওখানে আপনি YES চাপবেন। তাহলে চিত্রঃ০৫ এর মতন করে তথ্য নিয়ে একটি TAB হাজির হবে এবার আপনার প্রয়োজন মত ঘুরে ফিরে দেখুন। আমাদের ২য় ধাপ শেষ।
                         
                                                  চিত্রঃ০৫
                                                          ৩য় / শেষ ধাপ

এই ধাপে আমরা বিপুল পরিমানে তথ্য বা Info পাব। এই ধাপের পাওয়া তথ্য দিয়েই আমরা হারিয়ে যাওয়া Driver Softwareডাউনলোড করে নিতে পারি।




চিত্রঃ ০৬

চিত্র ০৬ এর লাল দাগ দেয়া অংশে চিত্রঃ০৭ এর মত করে লিখুন msinfo32 এরং ok করুন বা Enter চাপুন।
চিত্রঃ০৭

একটু অপেক্ষা করুন দেখুন আপনার সামনে কম্পিউটারের বিপুল পরিমান তথ্যের একটি Tab (এটাকে একটা ফাইল ও ধরা যায়) চলে এসেছে ঠিক চিত্রঃ ০৮ এর মতন। দেখুন শুরুতেই এখানে অনেক তথ্য দেখাচ্ছে, এটা শুধু System Summary বা সিস্টেম সারাংশ। এখন আপনি ডানের বার থেকে কেটাগরি সিলেক্ট করে তার সাব কেটাগরিতে গিয়ে ফাইল খুলে খুলে তথ্য গুলি দেখতে পারেন।
চিত্রঃ০৮

একটু অপেক্ষা করুন দেখুন আপনার সামনে কম্পিউটারের বিপুল পরিমান তথ্যের একটি Tab (এটাকে একটা ফাইল ও ধরা যায়) চলে এসেছে ঠিক চিত্রঃ ০৮ এর মতন। দেখুন শুরুতেই এখানে অনেক তথ্য দেখাচ্ছে, এটা শুধু System Summary বা সিস্টেম সারাংশ। এখন আপনি ডানের বার থেকে কেটাগরি সিলেক্ট করে তার সাব কেটাগরিতে গিয়ে ফাইল খুলে খুলে তথ্য গুলি দেখতে পারেন।
                                                                                                       সংগৃহীত

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন