ডিসেম্বর 2016 ~ Technobd CsE This is all about technology,Letest techology update are publish here.new and fresh update news are publish here,free internet for android,pc problem,it,ict,fb hack,how to hack, haking tips,learning progamming,games,windows,spesial download file!

banarad

বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬

Wordpress কি ?কেনো? বিস্তারিত

By on ডিসেম্বর ১৫, ২০১৬

      

                      wordpress



ওয়ার্ডপ্রেস কি?😨

wordpress এর চিত্র ফলাফলWordPress একটি Free এবং open source Content Management System (CMS). WordPress মূলত php এবং My Sql ওপর ভিত্তি করে তৈরি একটি Content Management System WordPress দিয়ে আপনি খুব সহজেই একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন । WordPress এর রয়েছে হাজার রকম প্লাগিন যা আপনার ওয়েব সাইট পরিচালনা সহজ থেকে সহজতর করে দেবে ।এছাড়াও বিভিন্ন রকম থিম ব্যবহার আপনার ওয়েবসাইটকে দৃষ্টি নন্দন করে তুলবেএছাড়াও WordPress রয়েছে ফ্রি ব্লগিংয়ের সুবিধা । WordPress সবচেয়ে জনপ্রিয় Bloggin Platfrom.


 WordPress কি এবং কেন?  

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ব্লগ পাবলিশিং অ্যাপ্লিকেশন ওয়ার্ডপ্রেস। ব্লগিং পাশাপাশি এটি একইসাথে একটি শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম।প্রথমদিকে এটি কেবলমাত্র wordpress.com সাইটে ব্লগ প্রকাশ করার জন্যই ব্যবহার করা হত। পরবর্তীতে সেলফ হোস্টেড সাইটে ব্যবহার করার জন্য এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়
wordpress এর চিত্র ফলাফলওয়ার্ডপ্রেস PHP এবং MySQL নির্ভর একটি ওয়েব বা ব্লগ যা সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়। এর সাহায্যে পিএইচপি, মাইএসকিউএল কিংবা এইচটিএমএল'র উপর কোন দক্ষতা ছাড়াই একটি প্রফেশনাল ওয়েবসাইট ডেভেলপ করা সম্ভব। আর এই কারণেই দিন দিন বেড়ে চলেছে এর জনপ্রিয়তা। বর্তমানে বিশ্বের প্রথম সারির প্রায় ১২ ভাগ ওয়েবসাইট এই সিএমএস ব্যবহার করে তৈরি করা। বিশ্বের ৫৩ শতাংশ ওয়েবসাইট তৈরি করা হয়েছে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে।। এই সিএমএসটি তৈরির পেছনে রয়েছেন ম্যাট মুলেনওয়েগ নামের একজন ব্যক্তি।২০০৩ সালের ২৭ মে এটি প্রথম প্রোকাশ পায়.

একজন দক্ষ ওয়ার্ডপ্রেস ডেভেলপার হওয়া যথেষ্ট কঠিন কাজ। তবে পরিকল্পিতভাবে লেগে থাকলে অবশ্যই শেখা সম্ভব। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার জন্য অবশ্যই এইচটিএমএল,সিএসএস জানতে হবে। সেই সঙ্গে জেকুইয়ারী, জাভাস্ক্রিপ্ট এবং ব্যাকএন্ড ডেভেলপমেন্টের জন্যে পিএইচপি এবং মাইএসকিউএল জানার প্রয়োজন হবে।
ওয়েবসাইটে বিভিন্ন ফিচার যুক্ত করতে এতে আছে প্লাগিন ব্যবহারের সুবিধা। আর ওয়ার্ডপ্রেস প্লাগিন আর্কাইভে রয়েছে বিপুল পরিমান প্লাগিনের সংগ্রহ। এর অধিকাংশই বিনামূল্যে ব্যবহার করা যায়। আর ওয়েবসাইট ডিজাইনের খেত্রেও রয়েছে স্বাধীনতা। এক্ষেত্রেও ওয়ার্ডপ্রেস দিচ্ছে তাদের বিশাল থিম লাইব্রেরি থেকে পছন্দমত থিম বেছে নেওয়ার সুবিধা। আর ওপেন সোর্স হওয়ার কারণে নিজের প্রয়োজনমত যেকোনো ধরনের পরিবর্তন করে নেওয়া সম্ভব এতে।

ফ্রীল্যান্সিং জগতেও রয়েছে ওয়ার্ডপ্রেসের বিশাল বিস্তার। ফ্রীল্যান্সার হিসেবে ওয়েব
 ডেভেলপমেন্ট কিংবা প্লাগিন বা ওয়ার্ডপ্রেস থিম তৈরি করে অনেকেই আয় করছেন বিশাল
 অংকের টাকা।যা আমরা ভাবতেও পারি না ।
 আজ এই পর্যন্তই , নেক্স এ কথা হবে ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন নিয়ে,সবাই ভাল থেকে সুন্দর থেকো।আল্লাহ হাফেজ।


Tuner:Tariqul islam


SEO কি, কেনো করবেন,SEOদিয়েই ক্যারিয়ার বিল্ডআপ করুন

By on ডিসেম্বর ১৫, ২০১৬

                                  SEO

                                SEO দিয়েই ক্যারিয়ার বিল্ডআপ করুন !! 
আসসালামুয়ালাইকুম ,কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন!অনেক দিন পর আমি হাজির হলাম খুব গুরুত্ত পূর্ণ একটি পোষ্ট নিয়ে,আশা করি সবাই উপকৃত হবেন।
আজকের টপিক হলো SEO।মুলত একদম নতুন দের জন্য । যারা SEO সম্পর্কে শিখতে আগ্রহী।

                     *SEO কি?
                     *SEO কেন?
                     *SEO এর বর্তমান চাহিদা !
                     *আয়ের উপায়।

SEO কি

সহজ ভাষায়ে SEO হল – গুগল এ সার্চ দেয়ার পর বায়ার এর বা নিজের ওয়েবসাইট কে গুগল এ রাঙ্কিং এ আনা ।বা বায়ার অথবা নিজের ওয়েবসাইট কে বেপক ভাবে visitor দর্শক এর কাছে প্রচার করা।বা জনপ্রিয় করে তুলা। এর জন্য অভ্যন্তরীণ যাবতীয় কাজকে SEO  বলে।

কারা শিখতে পারেন SEO?

>যেকেউ এ কাজটি শিখতে পারেন। এটি শিখা তুলনমূলক সহজ।
বর্তমানে SEO করে অনেকে টাকা উপার্জন করা যায়। SEO ভাল করে করে শিখলে ১০০ থেকে ৫০০ ডলার ইনকাম করা সম্ভব।
>এই ক্ষেত্রে খুভ ভাল ইংলিশ জানার প্রয়োজন হয় না।ওয়েব সম্পর্কে একটু ধারনা থাকলেই হবে।
>এটি শিখতে বেশি সময়ের প্রয়োজন হয় না ২ থেকে ৩মাসে সম্পূর্ণ রুপে এস ই ও সম্পর্কে ধারনা পাওয়া যায়।
সুবিধাঃ
ঘরে বসে সম্পূর্ণ SEO শিখতে মাত্র ৫০০ থেকে ২০০০ এর মধ্য শিখতে পারেন ।তাছারা Advance level এর কাজ upWork ,freelancer এই ওয়েব সাইটে ওয়ার্ক স্কিল এর পরীক্ষা  ২০০ থেকে ৩০০ টাকা দিয়ে  পাস  করে দেওয়া যাবে।

seo এর চিত্র ফলাফলSEO এর বর্তমান চাহিদাঃ

বর্তমানে দেশে বিদেশে এস ই ও এর চাহিদা ব্যাপক ভাবে ছরিয়ে পরেছে।তাই বলা চলে ওয়েব সাইটের চালিকা শক্তি হচ্ছে এস ই ও।বিশ্বে বর্তমান প্রযুক্তি নিরভর ও ব্যবসায়িক চাহিদা বেশি।তাই E-commerce এর ব্যপক প্রসারতা পেয়েছে শুধু মাত্র এস ই ও এর কারনে ।আর একজন ফ্রিল্যাসার
 তার মার্কেটপ্লেস যেমনঃUpwork,Elance, এর চাহিদা ব্যপক ।বর্তমানে একজন দক্ষ সার্চ ইঞ্জিন অপ্টিমাইজার মাসে প্রায় ১০০-১০০০ US ডলার উপার্জন করসে অনেক বাংলাদেশি ।ক্ষেত্র বিশেষে এর চেয়েও আরো বেশি ইনকাম করা যায়।
                                                                                                           
আয়ের উপায়ঃ                               

seo এর চিত্র ফলাফলSEO এর মাধ্যমে আয়ের বিভিন্ন উপায় আছে।একটি সাইট কে কিভাবে SEO করে ব্যপক পরিমান ভিজিটর আনা সম্ভব।যখন ভিজিটর এর আনা গনা বারবে তখন বিভিন্ন অ্যাড দিয়ে পন্য বিক্রয় করতে পারবেন ।তাছার বিজ্ঞাপন দিয়ে আয় করার জনপ্রিয় উপায় হল  google Adsence।তাছারা এস ই ও এর কাজ পাওয়া যায় যেমনঃ Keyword Reccharch,Backlinking,On page Optimization,Off page optimaization,Article Writing etc,,,,.
এস ই ও করতে যা প্রয়োজন হবেঃ
১।কম্পিউটার বা ল্যাপটপ
২।ইন্টেরনেট সংযোগ
৩।কম্পিউটার চালানোর নূন্যতম দক্ষতা
৪।একটি ওয়েব সাইট বা ব্লগ সাইট,(যদি চান তাহলে ব্লগ বা ওয়েব খুলে দিতে পারেন)
৫।বিবিন্ন ওয়েব সাইট এর অ্যাকাউন্ট খোলার দক্ষতা।

seo এর চিত্র ফলাফলSearch Engine এর পরিচিতিঃ              


আমারা সবাই সার্চ ইঞ্জিন সম্পর্কে কম বেশি সবাই জানি ।সার্চ ইঞ্জিন এর উদাহরণ সরুপ বলা যায় Google,Yahoo,bing ask ইত্যাদি ।এগুলোর মধ্য জনপ্রিও হল google.আমারা গুগল এ যা কিছু লিখি না কেন,গুগল আমদের সাথে সাথে রেজাল্ট দিয়ে দেয়,সার্চ ইঞ্জিন এ keyword এবং সার্চ দেওয়ার পর যা ফলাফল আসে তা হল search resultKeyword Research এর keyword এবং On page Optimization,Off page Optimization, সম্পর্কে এর পরে আর বিস্তারিত জানবো। আজকে এ পরযন্তই।আর আরো কিছু জানতে আগ্রহী থাকলে কমেন্ট করতে ভুল করবেন না আর সাথেই থাকবেন ধন্যবাদ।
                                                                                                               

                                                                                                                               posted by :Tariqul Islam



বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬

শিগ্রই আসছে বঙ্গবন্ধু-১

By on ডিসেম্বর ০৮, ২০১৬
আমরা সবাই জানি দেশের চমকপ্রদ একটি গৌরব, দেশের প্রথম যোগাযোগ উপগ্রহ উড়তে যাচ্ছে  নিজস্ব কক্ষপথেই ,যোগাযোগ ব্যবস্থার সিংহ ভাগ উদঘাটনে আমাদের নিজস্ব স্বর্ণযামি।
 বঙ্গবন্ধু উপগ্রহ এর চিত্র ফলাফল
সুমুদ্র জয়ের পর এবার পালা মহাকাশ জয়এর।২০১৭ সালের ডিসেম্বরে বংবন্ধু উপগ্রহ বাঙ্গালি জাতির গৌরব আকাশে আবরতন করবে। সংযোজিত হবে আমাদের যোগাযোগ ব্যবস্থার নতুন এক দরজা, যা হয়ে উঠবে ডিজিটাল বাংলাদেশ এর নতুন অগ্রজাত্রা।বাংলাদেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’-এর নির্মাণ ও উৎক্ষেপণের কাজ চলতি বছরের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে শুরু হয়ে গেছে। দুর্যোগপ্রবণ বাংলাদেশে নিরবিচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা দিতে ভূমিকা রাখবে এ কৃত্রিম উপগ্রহ। এটি চালু হলে বিদেশি স্যাটেলাইট ছাড়াই দেশের প্রত্যক্ত অঞ্চলে কম মূল্যে সম্প্রচার সেবা দেওয়া যাবে। এ ছাড়া টেলিমেডিসিন, ই-লার্নিং, ই-গবেষণা, ভিডিও কনফারেন্সিংয়সহ তথ্যপ্রযুক্তির বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি। স্যাটেলাইট বিষয়ে বিটিআরসির পরামর্শক প্রতিষ্ঠান জানিয়েছে, স্যাটেলাইট উৎক্ষেপণে নিয়োজিত অর্থ উৎক্ষেপণ পরবর্তী পাঁচ বছরের মধ্যেই উঠে আসবে।
কিন্তু সত্যি সত্যিই বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট আকাশে উড়বে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ২০০৭ সাল থেকে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ বিষয়ে কাজ করলেও নানা পিছু টানে বারবার আটকে যাচ্ছে স্বপ্নের এই স্যাটেলাইট। তার বিশেষ কারন হল স্যাটেলাইট কোম্পানি স্পুটনিককে অরবিটাল স্লটের জন্যে ২ কোটি ৮০ লাখ ডলার দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়েছে সরকার।তাছারা , বাংলাদেশ অপর দুটি অরবিটাল স্লটের জন্যে আবেদন করেছে সে দুটি হল ৬৯ ডিগ্রি পূর্ব এবং ১৩৫ ডিগ্রি পূর্ব। কিন্তু এই দুটি আবেদনের সমাধান করে এগিয়ে যেতে আরো বেশী সময় লাগবে। ফলে পুরো কাজই থেকে যাবে সময় সংক্রান্ত হুমকির মুখে।
তবে যাই  হোক সব বাধা পেরিয়ে সক্ষমতার পথে হাটছে বঙ্গবন্ধু ১। ফ্রান্সের স্যাটেলাইট কোম্পানি ‘থ্যালাস অ্যালেনিয়া স্পেস  সংযোজনে কাজ করে যাচ্ছে।সব মিলে স্যাটেলাইটটি মহাকাশে ওড়াতে খরচ হবে আড়াই হাজার কোটি টাকার মতো। তবে গত ২০১৩ সালে ব্যয় হিসাব করা হয়েছিল ২ হাজার ৯৬৭ কোটি টাকা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর ১৬ ডিসেম্বর মার্কিন কোম্পানি মহাকাশে স্যাটেলাইটটি উৎক্ষেপনের কাজ করবে।এবং ডিজিটাল ঊজ্জীবনের সম্ভামনাময় এর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।