ফেব্রুয়ারী 2016 ~ Technobd CsE This is all about technology,Letest techology update are publish here.new and fresh update news are publish here,free internet for android,pc problem,it,ict,fb hack,how to hack, haking tips,learning progamming,games,windows,spesial download file!

banarad

মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৬

টোরেন্ট থেকে ডাউনলোড করুন খুব সহজেই যেকোন কিছু (জনপ্রিয় কিছু সাইট)

By on ফেব্রুয়ারী ০৯, ২০১৬

             টোরেন্ট থেকে ডাউনলোড করুন খুব সহজেই যেকোন কিছু

#১ KickAssTorrents– প্রতিমাসে এই টরেন্ট ওয়েবসাইটে ভিজিটর থাকে প্রায় ৩ কোটির মতো  যা বহূল পরিচিত।
#২ Torrentz  এটি মূলত একটি টরেন্ট সার্চ ইঞ্জিন যেটি গুগলের মতো আপনার চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহ করবে।এইটি ২য় স্থান এ আছে।
#৩ extratorrent যেটির প্রতিমাসে ভিজিটর থাকে প্রায় ৬০ লক্ষের মতো।
#৪ YiffyTorrents যেটি যেকোন মুভি হাই রেজুলেশনে ডাউনলোড করার জন্য অসাধারণ এক সাইট।
#৫ BitSnoop যেকোনো টরেন্ট ফাইল আপনাকে মুহূর্তের মদ্ধে খুঁজে বের করে দিবে।
#৬  IsoHunt অনেক জনপ্রিয় একটি টরেন্ট সাইট যেখানে প্রতিমাসে প্রায় ২৭ লক্ষের মতো ভিজিটর থাকে।
#৭ SumoTorrent নাম শুনে কেমন কেমন মনে হলেও সাইট টা কিন্তু অনেক কাজের।
#৮ TorrentDownloads এটিও আমার কাছে অনেক পছন্দের একটি সাইট। প্রায় সব কিছুই পাবেন আপনি এখানে।
#৯ EZTV  সাইট’টি যদিও ব্যবহার করা একটু জটিল কিন্তু আপনি যদি একে আয়ত্তে আনতে পারেন তবে অনেক সহজেই ভাল কিছু খুঁজে বের করতে পারবেন।
#১০ ThePirateBay কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে ThePirateBay অনেক বেশী ভাল লাগে। এমন অনেক পেইড টুলস ও সফটওয়্যার এখানে পেয়েছি যা কিনা অন্য কোন টরেন্ট সাইটে নেই।

                                                                                                                            facebook join 


Recomanded Article :


Download windows re loader 

Re-Loader v2.2 Final : Windows 10 & Office 2016 Activator is Here ! [LATEST]Re-Loader Activator

This is application the loader activation all versions of Windows and Office 2010, Office 2013, Office 2015 , Office 2016. You may thinking what to choose. Either Kmspico, Reloader or some other Activator. Simply use what you want. This tool is more light weight, but does what its intended to do : Let you use Windows and office products forever. Simple as that. Let us know when this worked for you. If you got an issue we got your back, simply comment below and we’ll be here to help you


POSTED BY :TANBIR HASAN





সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৬

হ্যাকিং কি ? কেন কিভাবে? প্রকারভেদ ?

By on ফেব্রুয়ারী ০৮, ২০১৬
           হ্যাকিং কি ? প্রকারভেদ ?


১। হ্যাকিং কি ? : হ্যাকিং বলতে আমরা শুধু কম্পিউটার বা ইলেক্ট্রনিক্স এর ডিভাইস এর কাজ, বুঝিআসলে তা না ! অনেকেই আবার শুধু ফেসবুক বা ওয়েবসাইট হ্যাকিংকে হ্যাকিং মনে করেন ! আসলে হ্যাকিং এমন একটি প্রক্রিয়া,যেখানে কেউ কোন বৈধ অনুমতি ছাড়া কোন কিছু পরিবর্তন করে ! এখানে অনেক কিছু হতে পারে !
২। কত প্রকার ? : হ্যাকিং অনেক ধরনের হয়ে থাকে * সফটওয়্যার হ্যাকিং *হার্ডওয়্যার হ্যাকিং *ওয়েবসাইট হ্যাকিং *OS হ্যাকিং আরো হাজার ধরনের হ্যাকিং আছে বিভিন্ন ধরনের হ্যাকার আসে তারমধ্যে যেমনঃ White head hacker,Black head hacker, Gray head hacker,!তাছারা  যারা এই কাজগুলো করে তাদের বলে হ্যাকার !
৩। কেনো শিখবেন ? : হ্যাকিং শিখে আপনি শুধু ওয়েবসাইট হ্যাকিং করবেন তা কিন্তু না ! আপনি আপনার দক্ষতা ব্যাবহার করে ভালো চাকরি পেতে পারেন অথবা আপনি ওয়েবসাইট নির্মাতাকে তার ওয়েবসাইট এর দুর্বলতা সম্পর্কে বলে বিশাল অংকের money পেতে পারেন ! আবার শখের বসেও শিখতে পারেন ।(এটা আপনার এক্সপেরিএঞ্চে)
৪। কি কি লাগবে ? : বেশি কিছু লাগবে না ! যথেষ্ট ধৈর্য থাকতে হবে ! ইন্টারনেট এবং কম্পিউটার সম্পর্কে  ভালো ধারনা থাকতে হবে ! একটা কম্পিউটার আর ইন্টারনেট কানেকশন থাকলে আপনি সহজে শিখতে পারবেন ! যদি না থাকে সাইবার ক্যাফে গিয়েও আপনি শিখতে পারেন।


শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৬

গুগল ক্রমে এক্সটেনশন এর ব্যবহার

By on ফেব্রুয়ারী ০৬, ২০১৬
                                           গুগল ক্রমে   এক্সটেনশন এর ব্যবহার 




 বর্তমানে YouTube এখনকার সময়ে অনলাইনের সবথেকে বড় ভিডিও সার্চ ইঞ্জিন। অন্যান্য সাইটের মতো এই সাইটিও বেঁচে আছে বিভিন্ন বিজ্ঞাপনের উপর।
ভিজিটরদের কাছে বিজ্ঞাপনের মতো বিরক্তিকর কিছুই নাই। টাকা খরচ করে পছন্দের ভিডিও দেখতে এসে তার পরিবর্তে যদি এমন অহেতুক বিজ্ঞাপন দেখতে হয় তাহলে তার থেকে বিরক্তিকর ব্যাপার আর কি থাকতে পারে বলুন। আর তাছাড়া সব ধরনের বিজ্ঞাপন নিরাপদ নয়। কিছু কিছু ক্ষেত্রে আবার দর্শকদের বিজ্ঞাপন দেখতে বাধ্যও করা হয়। আজ আপনাদের দেবো এ সকল বিজ্ঞাপনের হাত থেকে বাঁচার সব থেকে সহজতম উপায়।
সব থেকে আগে আপনার গুগোল ক্রোমটি ওপেন করুন। কেননা যে এক্সটেনশনটি আপনার এই এ্যাডগুলোকে আটকাবে সেটা শুধু মাত্র ক্রোমেই কাজ করবে। এবার এই লিংকে  প্রবেশ করে এক্সটেনশনটি আপনার ব্রাউজারে ইন্সটল করে নিন। ব্যস! বাকিটা ও নিজেই করে দেবে। আপনাকে কিছু করতে হবে না। ও এক্সটেনশনটির নাম >>>“Adblock for Youtube”.
ধরুন, একটা সাইট ঘুরছেন। তার ফন্ট আপনার পছন্দ হয়ে গেল, তখন কিভাবে সেটাকে আপনার সাইটে ব্যবহার করবেন ? যে কোনো ওয়েব ডিজাইনারের সব থেকে বড় সমস্যা হলো ওয়েব ফন্টসতবে সমস্যাটি কিন্তু মোটেই দীর্ঘ স্থায়ী নয়। অন্যান্য সমস্যার মতো এটারও একটা সহজ ও সুন্দর সমাধান আছে। এখন আপনাদের সে সমাধানটিই দেব।
পূর্বতন প্রক্রিয়ার মতো আপনার গুগোল ক্রোম ওপেন করুন। এবার এই লিংক থেকে>>> ‘What Font’ নামে এই এক্সটেনশনটি ডাউনলোড করে নিন। আপনার ফন্ট সমস্যা সমাধান হয়ে যাবে।
What Font গুগোল ক্রোমের সব থেকে দরকারি একটা ফন্ট। এখানে আপনি কয়েক হাজারের বেশি ফন্ট ফ্রীতে পেয়ে যাবেন। এটার প্রধান উপযোগীতা একটি হলো- এক এটা সহজে ব্যবহার করা যায়। পাশাপাশি ওয়েব ডিজাইনের ক্ষেত্রে যে ধরণের ফন্ট সমস্যা দেখা দেয় তারও সমাধান হয়ে যাচ্ছে। এই এক্সটেনশনটি এখন ক্রোমের সব থেকে জনপ্রিয় এক্সটেনশন।
   ব্রউজারে ভি পি এন এর প্রয়োজন হলে ব্রাউজেক (Browsec) এই এক্সটেনশন অ্যাড করতে পারেন।

ভাল থকবেন সবাই .সাথেই থাকবেন ভাল লাগলে কমেন্ট করতে ভুল্বেন না, প্রয়োজনে ফেসবুক



Recomanded Article :

Internet Download Manager Universal Crack is Here ! [IDM 6.25 Build 10 UPDATED]

Internet Download Manager Universal Crack
Internet Download Manager aka IDM developers release a new build of  their well-known Download Accelerator; Internet Download Manager  regularly. So everybody who uses pirated versions get so pissed off that they have to find a new version of crack every time when an IDM update comes. So we made a really awesome fix for that
An Universal Web Crack. A new era in scene world. Web crack is a new concept of cracks that download and update crack content as the target program gets updated.
POSTED BY :TANBIR HASAN