কম্পিউটারের অপ্রয়োজনীয় ফাইল মুছুন এক ক্লিকে ~ Technobd CsE This is all about technology,Letest techology update are publish here.new and fresh update news are publish here,free internet for android,pc problem,it,ict,fb hack,how to hack, haking tips,learning progamming,games,windows,spesial download file!

banarad

শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫

কম্পিউটারের অপ্রয়োজনীয় ফাইল মুছুন এক ক্লিকে

By on অক্টোবর ৩০, ২০১৫
আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই??

আশা করি ভালো আছেন ,আজ আপনাদের জন্য সুন্দর একটা পোস্ট নিয়ে হাজির হোলাম আশা করি আপনাদের অনেক উপকারে আসবে,।

রাতদিন কম্পিউটারে নানা কাজ করা হয়। প্রতিটি কাজের অস্থায়ী কিছু ফাইল তৈরি হয়ে যায়। আর সেগুলো জমা হতে থাকে হার্ডডিস্ক ড্রাইভে।উইন্ডোজ ফোল্ডারের মধ্যে %temp%, temp, recent,  Prefetch, ping,treeনামের সাব ফোল্ডারে এসব জমতে থাকে। এসব ফাইল যত ভারি হয় তত কম্পিউটারের গতি ধীর হতে থাকে। গতি ঠিক রাখতে আলাদাভাবে সেসব ফোল্ডারে গিয়ে অপ্রয়োজনীয় ফাইল মুছে (ডিলিট) ফেলতে হয়।


তবে চাইলেই মুছে ফেলার কাজগুলো আরও সহজে করা যায়।এজন্য নোটপ্যাডে একটা ব্যাচ (*.bat) ফাইল বানাতে হবে।নিচের সংকেতগুলো নোটপ্যাডে হুবহু লিখে tempcleaner.bat নামে সংরক্ষণ (সেভ) করুন। তৈরি হওয়া ফাইলে দুই ক্লিক করলেই সহজেই অপ্রয়োজনীয় সব ফাইল মুছে ফেলা যাবে।
cd/
title Temporary File Remover By Muyin Uddin
echo Delete all Temporary Files
%SystemRoot%/explorer.exe %temp%/
pause
del %temp%.*
pause
%SystemRoot%/explorer.exe C:/Windows/prefetch/
pause
del C:/Windows/prefetch.*
pause
C:
cd %TEMP%
rmdir /S /Q %TEMP%
cd C:/Windows/Temp
rmdir /S /Q C:/Windows/Temp
CD C:/Windows/Prefetch
rmdir /S /Q C:/Windows/Prefetch
cd %TEMP%
cd..
cd..
cd Recent
del /s /q *.*
চাইলেই এই সংকেতগুলোকে এক্সিকিউটেবল ফাইলে রূপান্তর করা যাবে ব্যাট টু ইএক্সই সফটওয়্যার দিয়ে।
মানুয়ালি আপনি যদি temp file  ক্লিন করতে চান তাহলে Run এ গিয়ে Temp,Prefetch,recent ফোল্ডার এর ফাইল গুলো ডিলেট করুন।
তবে আপনি চাইলে এর বিকল্প হিসেবে Ccleaner সফটওয়্যার টা ব্যবহার করতে পারেন।তবে এই সফটওয়্যারের অনেক ফিচার রয়েছে
আজ এই টুকুই ভালো লাগলে কমেন্ট করতে ভুবেন না  ,
ধন্যবাদ   
#posted _by_mti_shohag

3 comments: