অবশেষে বন্ধ হচ্ছে ক্যান্ডি ক্রাশের আমন্ত্রণ ~ Technobd CsE This is all about technology,Letest techology update are publish here.new and fresh update news are publish here,free internet for android,pc problem,it,ict,fb hack,how to hack, haking tips,learning progamming,games,windows,spesial download file!

banarad

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫

অবশেষে বন্ধ হচ্ছে ক্যান্ডি ক্রাশের আমন্ত্রণ

By on নভেম্বর ১৭, ২০১৫

              অবশেষে বন্ধ হচ্ছে ক্যান্ডি ক্রাশের আমন্ত্রণ





ফেসবুকে ক্যান্ডি ক্রাশ খেলার আমন্ত্রণে ত্যক্ত-বিরক্ত অনেকে? সুখবর হচ্ছে—এটি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্ক জাকারবার্গ। আজ ভারতে আইআইটি দিল্লির টাউনহলে ফেসবুক ব্যবহারকারীদের ক্যান্ডি ক্রাশের আমন্ত্রণ বন্ধ করার প্রতিশ্রুতি দেন ফেসবুকের প্রধান নির্বাহী।
ক্যান্ডি ক্রাশ হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মে জনপ্রিয় একটি গেম। গেমটির নির্মাতা কিং ডিজিটাল এন্টারটেইনমেন্ট। বিনা মূল্যের এ গেমটিতে বিভিন্ন পর্যায়ে ক্যান্ডি মিলিয়ে তা ভেঙে বিভিন্ন স্তর পার হতে হয়। নির্দিষ্ট কয়েকটি স্তর পার হতে গিয়ে নতুন বন্ধুদের আমন্ত্রণ জানাতে হয় অথবা কয়েক দিন পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়। আবার বন্ধুরা গেমটি বেশিক্ষণ খেলার জন্য লাইফ পাঠাতে পারেন। এ গেম যাঁরা বেশি খেলেন তাঁরা প্রায়ই ফেসবুকের বন্ধুদের কাছে আমন্ত্রণ পাঠান। যা নোটিফিকেশন আকারে দেখায় ফেসবুক। যাঁরা এ গেমটি পছন্দ করেন না, তাঁদের কাছে চরম বিরক্তিকর বিষয় এটি। বিশ্বের সবচেয়ে বিরক্তিকর বিষয় হয়ে দাঁড়িয়েছে ক্যান্ডি ক্রাশ খেলার আমন্ত্রণ। 
আজ ভারতের টাউনহলে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে জাকারবার্গ বলেছেন, ক্যান্ডি ক্রাশের আমন্ত্রণ বন্ধ করার জন্য কাজ চলছে। তবে কবে ও কখন এ পরিবর্তন আসবে সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। গেমটির নির্মাতা কিংয়ের পক্ষ থেকেও কোনো মন্তব্য করা হয়নি।



Recomanded Article :

Clash of Clans Unlimited Mod/Hack v7.200.19[v 0.4] APK! [January UPDATE]

Clash of Clans Hack Unlimited! No Ban! PvP! Clans Introduced!
We bring you the Mod/Hack of Clash of Clans, currently,  the most trending game. Tested many times, for stability, this mod is surely going to enhance your level of gaming! Attack other players, and loot their resources. This is a perfect mirror of official server, except that you get everything Unlimited!

POSTED BY :TANBIR HASAN


1 comments: